বাবা-মায়ের কবর জিয়ারত করে প্রচার শুরু ওবায়দুল কাদেরের
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৮
২২ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৮
নোয়াখালী: বাবা-মায়ের কবর জিয়ারত করে নির্বাচনি প্রচার শুরু করেছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এরপর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক পথসভায় তিনি বক্তব্য দেন।
এসময় তার ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনইউ