Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অসহযোগ অল্পদিনের জন্য, লাইন কাটার ভয় দেখাবেন না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ২০:৪১

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান পেশাজীবী নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ বলেছেন, ‘এই কর্মসূচি (অসহযোগ) দীর্ঘদিনের নয়, ‘অল্পদিনের কর্মসূচি। দুই থেকে তিন সপ্তাহের কর্মসূচি। কাজেই গ্যাসের লাইন, পানির লাইন, ইলেক্ট্রিক লাইন কাটার ভয় দেখাবেন না। এটি কারও বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি নয়। এটি জনগণের সম্পদ। জনগণ ব্যবহার করবে।’

শুক্রবার (২২ ডিসেম্বর) প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাহিদ হোসেন বলেন, ‘আমাদের মনে রাখতে হবে- এই স্বৈরাচারকে বিদায় করতে হলে তার সব কর্মকাণ্ডে অসহযোগিতা করতে হবে। আজকে কেউ কেউ বলে তারা (সরকার) নাকি টেলিফোন লাইন, ইলেক্ট্রিক লাইন কেটে দেবেন। অতীতে বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দেবার হুমকিও তারা দিয়েছিল। কাজেই তাদের মুখে এই সমস্ত বক্তব্যই শোভা পায়।’

তিনি বলেন, ‘জুলুমকারী জয়যুক্ত হয়েছে— এমন ইতিহাস পৃথিবীতে নাই। জুলুম করে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। অসহযোগ আন্দোলনেই এই সরকার বিদায় হবে।’

ক্ষমতাসীনদের উদ্দেশে জাহিদ হোসেন বলেন, ‘আপনারা দেয়ালের লিখন পরতে শিখুন, জনগণের কথা বুঝতে শিখুন। জাতীয় সংলাপের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। এখনও সময় আছে জনগণের দাবির প্রতি নতিস্বীকার করুন। বোঝার চেষ্টা করুন সাধারণ মানুষের মুখের ভাষা। আপনারা মানুষকে কষ্টে নিপতিত করবেন না।’

সংগঠনের সদস্য সচিব কাদের গনি চৌধুরির সঞ্চালনায় বক্তব্য দেন, জিয়া পরিষদের অধ্যাপক আব্দুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুতফুর রহমান, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রিয়াজুল ইসলাম রিজু, ডক্টরস অ্যাসোসিয়েশনের লুৎফুল কবির লাবু, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের রাশেদুল হক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলামসহ অনেকে।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সমাবেশ শেষে পেশাজীবী নেতারা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোপখানা রোডে পথচারী, রিকশা চালক, সিএনজি চালক ও যাত্রীদের হাতে নির্বাচন বর্জন ও সহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন।

সারাবাংলা/এজেড/এমও

অসহযোগ লাইন কাটা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর