Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত গেছেন পিটার হাস

স্টাফ করেসপেন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৩ ১৬:২৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:২৪

ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ভারত গেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে তার স্ত্রীও সঙ্গে রয়েছেন। বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

তবে পিটার হাসের ভারতযাত্রার উদ্দেশ্য জানা যায়নি। এর আগে গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে শ্রীলংকা যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর দেশে ফেরেন তিনি।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। একই দিন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কোকও মোমেনের সঙ্গে বৈঠক করেন। তবে সাক্ষাতে তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি।

কূটনৈতিক প্রটোকল অনুযায়ী কোনো রাষ্ট্রদূত তার কর্মস্থল ছেড়ে বিদেশ সফরে বা ছুটি কাটাতে গেলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হয়। ধারণা করা হচ্ছে, মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে তার ভারত সফরের উদ্দেশ্য অবহিত করেছেন পিটার হাস।

তবে বৃহস্পতিবার পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাস ও সারাহ কোকের বৈঠকের পরদিন শুক্রবার মার্কিন রাষ্ট্রদূতের ভারত যাত্রায় রাজনৈতিক মহলে আগ্রহের জন্ম দিয়েছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ পিটার হাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর