১ জানুয়ারি ঢাকার নির্বাচনি জনসভার প্রধান অতিথি শেখ হাসিনা
সিনিয়র করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৩ ১৬:১২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৮
২২ ডিসেম্বর ২০২৩ ১৬:১২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৮
ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নতুন বছরের প্রথম দিনে রাজধানীতে ঢাকা-১৩ ও ঢাকা-১০ সংসদীয় আসনে জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় অংশ নেওয়ার বিষয়ে তিনি সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
আগামী ১ জানুয়ারি বিকাল ৩টায় মোহাম্মদপুর-ধানমন্ডির শারীরিক চর্চা কেন্দ্রীয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনসভায় উপস্থিত থাকবেন। তিনি এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।
সারাবাংলা/এনআর/এমও