৯ জানুয়ারি পর্যন্ত অস্ত্র বহনে নিষেধাজ্ঞা
স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৬:৪২
২২ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৬:৪২
ঢাকা: আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাষ্ট্রপ্রতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অস্ত্র আইন-১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্ধের পর এখন চলছে প্রচার কাজ। যা আগামী ৫ জানুয়ারি শেষ হবে। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।
সারাবাংলা/জিএস/এনএস