Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আম্পায়ারকে ভয় দেখিয়ে বিগ ব্যাশে নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার!


২২ ডিসেম্বর ২০২৩ ১১:৪৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১১:৫০

ম্যাচের সময় নানা কান্ডে অনেক ক্রিকেটারই হয়েছেন নিষিদ্ধ। তবে বিগ ব্যাশে ম্যাচের আগে অদ্ভুত এক কান্ড ঘটিয়ে নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে ইংলিশ ক্রিকেটার ট্ম কারানের উপর। ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় আম্পায়ারকে ভয় দেখানোর অভিযোগে বিগ ব্যাশে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সিডনি সিক্সার্সের এই অলরাউন্ডার।

১১ ডিসেম্বর হোবার্ট হারিকেনের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করছিলেন দুই দলের ক্রিকেটাররাই। এরই মাঝে পিচের কাছে গিয়ে বোলিং রানআপের অনুশীলন সেরে নিচ্ছিলেন কারান। কিন্তু বারবারই পিচের উপর দিয়ে বোলিং করায় তাকে এই কাজে বারণ করেছিলেন আম্পায়ার। কারান সেই বারণ কানেই উঠাননি। উল্টো দৌড়ে এসে আম্পায়ারকে কিছুটা ভয় দেখিয়ে রানআপ পূর্ণ করেন কারান। আর এতেই বেঁধেছে বিপত্তি।

বিজ্ঞাপন

আম্পায়ারের সাথে এমন আচরণের কারণে বিগ ব্যাশ কমিটি ও ক্রিকেট অস্ট্রেলিয়া কারানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। শেষ পর্যন্ত কারানকে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, আম্পায়ারের দিকে তেড়ে আসাতেই এমন শাস্তি, ‘আম্পায়ার তাকে বারবারই সতর্ক করেছে পিচে উপরে না দৌড়াতে। সে এটা অমান্য করে আম্পায়ারের দিকেই তেড়ে এসে বোলিং করেছে। আম্পায়ার সরে না গেলে কারানের সাথে তার শরীর লেগে যেত।’

সিডনি অবশ্য নিজের দলের ক্রিকেটারের এমন নিষেধাজ্ঞা মেনে নিতে পারেনি। তারা বিগ ব্যাশ কমিটির কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করবে বলেই জানানো হয়েছে।

আম্পায়ার ইংল্যান্ড ট্ম কারান নিষিদ্ধ বিগ ব্যাশ ভয়

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর