Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ মোটরসাইকেলসহ ৫ ‘চোর’ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ২৩:২৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে চকবাজার থানার এক্সেস রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার পাঁচজন হলেন- নুর উদ্দিন সেলিম (২২), আবুল হোসেন অনিক (২৪), নাসির উদ্দিন (৩৬), তৈয়ব রায়হান তপু (৩০) ও নজরুল ইসলাম (৩২)।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর সারাবাংলাকে জানান, গোপন সংবাদে খবর পেয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা অধিকাংশ মোটরসাইকেলের ইঞ্জিন ও চ্যাসিস নম্বর ঘষামাজা করা এবং রং লাগানো।

পুলিশের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন দিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে চোরদের থেকে চোরাই মোটরসাইকেল ক্রয় করে লোকজনের কাছে বিক্রি করতো বলে জানিয়েছে। তাদের আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আইসি/একে

চোর চোরাই মোটরসাইকেল

বিজ্ঞাপন

‘মানুষ অবদান মনে রাখে না’
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর