Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্নালিজম পড়তে টিউশন ফি নেবে না ওয়ার্ল্ড ইউনিভার্সিটি

সারাবাংলা ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩ ২২:৪০

ঢাকা: শতভাগ টিউশন ফি ছাড়ে জার্নালিজম বিভাগে পড়াশোনার সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ পাঠ্যসূচি প্রস্তুত করেছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের পাঠ্যসূচিতে সাংবাদিকতা, গণযোগাযোগ ও চলচ্চিত্র সম্পর্কিত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি ল্যাব ও ইন্টারশিপের বিষয়গুলো বাধ্যতামূলক রেখেছে। যেন শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আধুনিক উপকরণের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন, যোগাযোগ স্থাপন এবং প্রাথমিক অভিজ্ঞতা সঞ্চয় করেই কর্মজীবনে প্রবেশ করতে পারে।

মাত্র ১ লাখ ৮৯ হাজার ৫০০ টাকায় একজন শিক্ষার্থী ৪ বছর মেয়াদি বিএসএস ইন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম সম্পন্ন করতে পারবে।

পাশাপাশি মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সহোদর, স্বামী-স্ত্রী কোটা এবং জাতীয় দলের খেলোয়াড়দের জন্যও রয়েছে বিশেষ ছাড়। পাশাপাশি ভর্তির পর পরীক্ষার ফলের ওপর বিশেষ বৃত্তিও দিয়ে থাকে বিভাগটি।

২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ২০১৮ সালে উত্তরায় ১৭ নম্বর সেক্টরে স্থায়ী ক্যাম্পাস চালু হয়।

সারাবাংলা/একে

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি জার্নালিজম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর