Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধর্ষণ শেষে’ শিশুকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ২১:০৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে  এক শিশুকে ‘ধর্ষণ শেষে’ গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু মরিয়ম খানম জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের দিনমজুর ইকবাল হোসেনের মেয়ে।

গ্রামবাসীর বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসান জানান,বৃহস্পতিবার বিকালে মরিয়ম খানম তার চার বান্ধবীসহ তাদের বাড়ির পাশে হাড়িভাঙা মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় অপরিচিত এক যুবক মরিয়ম খানমকে ঘাষ কেটে দেওয়ার কথা বলে ফুসলিয়ে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ধারালো অস্ত্র দিয়ে ওই শিশুটিকে গলা কেটে হত্যার পর ওই যুবকটি পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ভুট্টা ক্ষেতের মধ্যে শিশুর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সুরত হাল শেষে লাশটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণ শেষে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ‘হত্যাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/একে

ধর্ষণ শিশু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর