Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট বর্জনের লিফলেট নিয়ে রাস্তায় বিএনপি নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ২০:৫৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সরকার পতনের একদফা দাবি ও ৭ জানুয়ারির নির্বাচন বর্জনে অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ করেন নগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ দলটির শীর্ষ নেতারা।

ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে যে তামাশা করতে যাচ্ছে, সে সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারে না। তাই ৭ জানুয়ারি ডামি ভোটের নির্বাচন বর্জন করুন।’

তিনি বলেন, ‘ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা কাজ থেকে বিরত থাকুন। সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম, বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন।’

তিনি আরও বলেন, ‘দেশে এখন আসন ভিক্ষা করার রাজনীতি চলছে। যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেটা আসলে বিরোধীদল খোঁজার নির্বাচন। সরকারের তৈরি কিংস পার্টিগুলো সরকারের কাছে আবদার করছে বিরোধীদল হওয়ার জন্য। এটা জাতির জন্য লজ্জাজনক। এ নির্বাচনে যারা অংশ নিচ্ছে তারা চিরকালের জন্য মীর জাফর এবং দালালে পরিণত হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সদস্য মো. কামরুল ইসলাম, চকবাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু, শোলক বহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান ওসমান চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর ও বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু ফয়েজ প্রমুখ।

বিজ্ঞাপন

টপ নিউজ বিএনপি ভোট বর্জন রাজনীতি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর