Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপার ইশতেহারে দ্বিস্তরবিশিষ্ট সরকার, ৮ প্রদেশের প্রতিশ্রুতি

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ২১:০৮

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। ইশতেহারে অন্য বিষয়গুলোর পাশাপাশি প্রশাসনিক সংস্কারের কথাও উঠে এসেছে। এর মধ্যে দুই স্তরবিশিষ্ট সরকারব্যবস্থার পাশাপাশি জাতীয় পার্টি দেশকে আটটি বিভাগের পরিবর্তে আটটি প্রদেশে বিভক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে ইশতেহারে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু এক সংবাদ সম্মেলনে পার্টির নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। এবারের ইশতেহারের স্লোগান রাখা হয়েছে ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’।

বিজ্ঞাপন

দেশের সরকার ও প্রশাসনিক ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি জাতীয় পার্টি দীর্ঘদিন ধরেই দিয়ে আসছে। এবারের নির্বাচনি ইশতেহারেও তারা দুই স্তরবিশিষ্ট সরকারব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার করেছে। ইশতেহার ঘোষণার সময় মুজিবুল হক চুন্নু বলেন, কেন্দ্রীয় সরকারব্যবস্থা ভেঙে দুই স্তরবিশিষ্ট সরকার হবে। কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক ব্যবস্থার জন্য প্রাদেশিক সরকারের দুই স্তরবিশিষ্ট কাঠামো থাকবে।

আরও পড়ুন- যা আছে জাতীয় পার্টির ইশতেহারে

দ্বিস্তরবিশিষ্ট সরকার কাঠামোর ব্যাখ্যা করে মুজিবুল হক চুন্নু বলেন, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারব্যবস্থা থাকবে। বর্তমান যে ৩০০ আসনবিশিষ্ট জাতীয় সংসদ রয়েছে, সেটি থাকবে কেন্দ্রীয় সরকার তথা ফেডারেল সরকারের অধীনে। অন্যদিকে প্রাদেশিক সরকারের অধীনে থাকবে প্রাদেশিক সংসদ। প্রতিটি উপজেলা বা থানাকে প্রাদেশিক সরকারের একেকটি আসন হিসেবে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

বর্তমানে দেশে যে আটটি বিভাগ রয়েছে, এগুলো প্রাদেশিক ব্যবস্থায় আটটি প্রদেশে উন্নীত করতে চায় জাপা। বিভাগগুলো প্রদেশ হলে সেগুলোর জন্য নতুন নামও তারা ঠিক করেছে। প্রদেশগুলো হবে— উত্তরবঙ্গ প্রদেশ, বরেন্দ্র প্রদেশ, জাহাঙ্গীরনগর প্রদেশ, জাহানাবাদ প্রদেশ, জালালাবাদ প্রদেশ, চন্দ্রদ্বীপ প্রদেশ, ময়নামতি প্রদেশ ও চট্টলা প্রদেশ।

প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথা উল্লেখ করে চুন্নু বলেন, প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের প্রাথমিক ধারণার রূপরেখা দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে। এই ব্যবস্থায় ঢাকা শহর থেকে কমপক্ষে ৫০ শতাংশ সদর দফতর প্রাদেশিক রাজধানীগুলোতে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে জাপার।

আরও পড়ুন- জাতীয় পার্টির ইশতেহার ঘোষণা

জাতীয় পার্টি এবারও বলেছে, ক্ষমতায় যেতে পারলে তারা নির্বাচন পদ্ধতিরও সংস্কার করবে। বর্তমান সরাসরি ভোটের বদলে আনুপাতিক ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে বাজেট ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ছাড়া ফ্লোর ক্রসিংয়ের সুযোগ তৈরি করার প্রতিশ্রুতিও তারা দিয়েছে। এই বিধান যুক্ত হলে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন।

এ ছাড়া নির্বাচনি ইশতেহারে এরশাদের গুচ্ছগ্রাম ও পথকলি ট্রাস্ট ফিরিয়ে আনা, স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা, জনসংখ্যা বৃদ্ধির হার ১ শতাংশের নিচে নামিয়ে আনতে বিশেষ স্বাস্থ্যনীতি প্রণয়ন, কর্মমুখী শিক্ষায় বেশি জোর দেওয়া, মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করাসহ স্নাতক ও স্নাতকোত্তর বেকার তরুণ-তরুণীদের জন্য ভাতা দেওয়ার প্রতিশ্রুতির কথাও তুলে ধরেছে ইশতেহারে।

সারাবাংলা/টিআর

জাতীয় পার্টি জাতীয়-নির্বাচন জাপা জাপার ইশতেহার টপ নিউজ নির্বাচনি ইশতেহার সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর