Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রার্থীরা ভোট চেয়ে এসএমএস পাঠাতে পারবেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ২১:০৮

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ভোট চেয়ে মোবাইলে এসএমএস পাঠাতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিটিআরসির উপ-পরিচালক মো. আসিফ ওয়াহিদ এ সংক্রান্ত একটি চিঠিতে সই করেছেন।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয়/স্থানীয় নির্বাচনে অংশগ্রহণকারী যেকোনো প্রার্থী নির্বাচনি আচরণবিধি মেনে দল/ব্যক্তি ও মার্কা উল্লেখ করে ভোট চাওয়ার জন্য এসএমএস পাঠাতে পারবেন। ওই প্রার্থী নির্বাচিত হলে তার এলাকার জনগণের জন্য কী কী কার্যক্রম গ্রহণ করবেন তাও উল্লেখ করে এসএমএস পাঠানো যাবে।

প্রসঙ্গত, প্রচারের জন্য এবার প্রার্থীরা বাল্ক এসএমএস পাঠাতে পারবেন। তবে এর আগে, মার্কা উল্লেখ করে এসএমএস পাঠানোর অনুমতি ছিল না বিটিআরসির।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

এসএমএস টপ নিউজ প্রার্থী বিটিআরসি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর