ট্রেন ছাড়ার আগে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালাবে র্যাব
২১ ডিসেম্বর ২০২৩ ১৯:২৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ২১:০৮
ঢাকা: এখন থেকে কমলাপুর রেলস্টেশনের সার্বিক নিরাপত্তায় কাজ করবে ডগ স্কোয়াড। শুধু তাই নয় স্টেশন ছাড়ার আগে প্রতিটি ট্রেনে ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা তল্লাশি করা হবে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (২১ তিসেম্বর) বিকেলে কমলাপুর রেলস্টেশনে ট্রেনের নিরাপত্তা জোরদারকরণ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, রেলে নাশকতারোধে নজরদারি বাড়ানো হয়েছে। এখন থেকে রেল স্টেশনগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি থাকবে।
নাশকতার বিরুদ্ধে র্যাব সোচ্চার আছে উল্লেখ করে তিনি বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় গোয়েন্দা নজরদারি চলছে।
সংবাদ সম্মেলন শেষে রেলস্টেশনের বিভিন্ন পয়েন্টে র্যাব-৩ এর ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালানো হয়। এছাড়াও পুড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও পরিদর্শন করেন র্যাব কর্মকর্তারা।
সারাবাংলা/ইউজে/এনইউ