Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ১৭:১১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৯

ঢাকা: ঋণ প্রদান, আমানত সংরক্ষণে ব্যর্থতা ও সুশাসনের ঘাটতির অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি মেঘনা ব্যাংকের বর্তমান স্বতন্ত্র পরিচালক সৈয়দ ফরাদ আনোয়ারের নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

বিজ্ঞাপন

ন্যাশনাল ব্যাংকের জন্য নতুন করে যে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে সেখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সৈয়দ ফরাদ আনোয়ার। তিনি এখন বর্তমানে মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করছেন।

এই পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন, খলিলুর রহমান, পারভিন হক সিকদার, শফিকুর রহমান ও মোয়াজ্জেম হোসেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ন্যাশনাল ব্যাংকের আগের পরিচালনা পর্ষদে পরিচালক ছিলেন আটজন। তাদের মধ্যে পাঁচজনকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। নতুন পর্ষদে বাকি তিনজনকে স্থান দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/টিআর

টপ নিউজ ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর