নির্বাচন পর্যবেক্ষণে আসছে ভারত-চীন-রাশিয়াসহ ৯ দেশ
২১ ডিসেম্বর ২০২৩ ১৭:৪০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৯
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে ৯ দেশ নিশ্চিত করেছে। দেশগুলোর মধ্যে ভারত, চীন এবং রাশিয়ার পর্যবেক্ষক রয়েছে। এছাড়া বর্তমান বাংলাদেশে অবস্থানরত ইইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সপার্ট টিম এবং ওআইসি, কননওয়েলথ ও আরব পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুখপাত্র সেহেরী সাবরীন।
পররাষ্ট্রের এই মুখপাত্র বলেন, ‘এখন পর্যন্ত ৯টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চত করেছে।’
দেশগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া এবং ফিলিস্তিন। এছাড়া আরও কিছু দেশের অংশগ্রহণ করার সম্ভবনা রয়েছে। এ দেশগুলো ছাড়াও ওআইসি, কননওয়েলথ ও আরব পার্লামেন্ট থেকে পর্যবেক্ষক আসবে।
তিনি আরও বলেন, ‘এছাড়া ইইউর একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছেন। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন তারা কমিশন কর্তৃক চূড়ান্ত হলে জানা যাবে।’
ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধু রাষ্ট্র ক্ষোভ বা সমবেদনা জানিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘটনাটি আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেইজে জানিয়েছে। আপনারা জানেন আমাদের ফেসবুক পেইজে ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল অর্ডিয়েন্স সবাই আছে। এর প্রেক্ষিতে আমাদের যে ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন আছে তারা এক্সে সাবেক টুইটার নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।’
রেললাইনে হামলার ঘটনা ঘটেছে, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের রেল চলাচল হয়। সেক্ষেত্রে ভারতের তরফ থেকে কোনো উদ্বেগের কথা জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি।’
সপ্তাহ দুয়েক পর নির্বাচন। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ভারতের। এই সীমান্ত বিষয়ে কোনো নির্দেশনা বা সতর্কতা নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা অবশ্যই চাইব নির্বাচনের প্রাক্কালে যাদের সঙ্গে সীমানা আছে, সেখানে সব রকম ব্যবস্থা ভালো থাকে।’
সারাবাংলা/জেআর/ইআ