Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে আমরা বদ্ধপরিকর: ইসি রাশেদা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৭

নাটোর: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর । সেই লক্ষে প্রতিটি প্রিজাইডিং অফিসারকে কাজ করতে হবে। কোনোভাবেই যেন ভোট কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

রাশেদা সুলতানা বলেন, ‘ভোট কেন্দ্রের বাইরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। তারা তাদের দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের ভেতরের সব দায়িত্ব কঠোরভাবে পালন করতে হবে। কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, ভয়-ভীতি প্রদর্শন না হয় সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/.একে

ইসি জাতীয়-নির্বাচন টপ নিউজ নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর