Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল দুর্ঘটনায় সহকারী নির্বাচন কর্মকর্তা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ০৯:২৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১০:১১

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকা মোটরসাইকেল দুর্ঘটনায় আল মামুন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উত্তরা থানার সহকারী নির্বাচন কর্মকর্তা ছিলেন।

গতকাল বুধবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আল মামুন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার আমলী গ্রামের  মো. শামসুল হকের ছেলে। নিহতের শ্যালক সাইফুল ইসলাম জানান, আল মামুন উত্তরা থানার সহকারী নির্বাচন অফিসার ছিলেন। মোহাম্মদপুর তাজমহল রোডের বাসায় স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন।

তিনি আরও জানান, রাতে অফিস থেকে মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের বাসায় ফেরার ফিরছিলেন। পথে বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকোলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আল মামুনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনএস

টপ নিউজ মোটরসাইকেল দুর্ঘটনা সহকারী নির্বাচন অফিসার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর