ভোলার উদ্বৃত্ত গ্যাস সিএনজি আকারে সরবরাহ শুরু হচ্ছে আজ
২১ ডিসেম্বর ২০২৩ ০১:১৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১১:১৯
ঢাকা: ভোলায় উদ্বৃত্ত গ্যাস সিলিন্ডারে করে তিতাস গ্যাসের গ্রাহক প্রান্তে সংকুচিত প্রাকৃতিক গ্যাস তথা সিএনজি আকারে সরবরাহ করবে ইন্ট্রাকো রিফুয়েলিং। প্রাথমিকভাবে সেখান পাঁচ মিলিয়ন ঘনফুট সিএনজি আনা হবে। ঢাকা ও এর আশপাশের এলাকার শিল্প কারখানাগুলোতে এই গ্যাস সরবরাহ করা হবে।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। এদিন সকাল সাড়ে ১১টায় রাজধানীর একটি হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জ্বালানি সচিব মো. নুরুল আলম।
ভোলা থেকে উদ্বৃত্ত গ্যাস ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহের জন্য গত ২১ মে সুন্দরবন গ্যাসের সঙ্গে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের চুক্তি সই হয়। সুন্দরবন গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক প্রদীপ রঞ্জন কুন্ডু জানান, চুক্তির আওতায় উদ্বৃত্ত গ্যাসের পাঁচ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট সিএনজি আকারে পরিবহন করে তিতাস গ্যাসের অধীন এলাকায় সরবরাহ করবে ইন্ট্রাকো। প্রথম দিকে দিনে ৫ মিলিয়ন ঘনফুট সিএনজি আনা হবে।
ইন্ট্রাকো প্রতি ঘনমিটার গ্যাস ১৭ টাকা দরে কিনে প্রক্রিয়াকরণের পর ৪৭ টাকা ৬০ পয়সা দরে বিক্রি করবে। ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ আলী জানান, তাদের প্রথম গ্রাহক গ্রাফিক্স টেক্সটাইল।
সুন্দরবন গ্যাস কোম্পানি সূত্রে জানা গেছে, ভোলার দুই গ্যাসক্ষেত্র শাহবাজপুর ও ভোলার মজুত দুই দশমিক শূন্য চার ০৪ ট্রিলিয়ন ঘনফুট। এসব গ্যাসক্ষেত্রের দৈনিক উৎপাদন সক্ষমতা ২০০ মিলায়ন ঘনফুট হলেও চাহিদা ৮০ থেকে ৮৫ মিলিয়ন ঘনফুট। ফলে দুই গ্যাসক্ষেত্রের আটটি কূপে প্রায় ১২০ এমএমসিএফ উদ্বৃত্ত ক্ষমতা অব্যবহৃত থাকে।
এদিকে পাইপলাইন ও সঞ্চালনের সুবিধা না থাকায় সেই উদ্বৃত্ত গ্যাস বা সক্ষমতাকে কাজে লাগানো সম্ভব হয়নি। এ কারণেই সিএনজি হিসেবে সেই গ্যাস এনে সরবরাহের সিদ্ধান্ত নেয় সরকার।
সারাবাংলা/জেআর/টিআর
ইন্ট্রাকো রিফুয়েলিং গ্যাস সরবরাহ টপ নিউজ ভোলা গ্যাসক্ষেত্রে সুন্দরবন গ্যাস কোম্পানি