লক্ষ্মীপুর-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সাত্তার পালোয়ান
২০ ডিসেম্বর ২০২৩ ২০:২৪
ঢাকা: এক শতাংশ ভোটারের সমর্থন জটিলতায় লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ান মনোনয়ন ফিরে পেতে ইসির আপিল ট্রাইব্যুনালের নামঞ্জুরের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসির নামঞ্জুরের সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন আদালত।
বুধবার (২০ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। সঙ্গে ছিলেন আইনজীবী মো. কাউসার উদ্দিন মন্ডল।
এর আগে গত ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের তথ্য না পাওয়ার কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। ইসিতে আপিল করার পর তা ১৩ ডিসেম্বর নামঞ্জুর করে নির্বাচন কমিশন। পরে তিনি হাইকোর্ট রিট করেন।
আবদুস সাত্তার পালোয়ান রামগতি-কমলনগর উপজেলায় মেঘনা নদীর তীরে বাঁধের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে এলাকায় ব্যাপক পরিচিত পান। পেশায় আবদুস সাত্তার পালোয়ান একজন সুপ্রিম কোর্টের আইনজীবী।
সারাবাংলা/কেআইএফ/এনইউ