Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনপ্রিয়তা হারালে স্বতন্ত্র ঢুকে যাবে, আমরা কী করব?’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ২০:২৬

ফাইল ছবি

ঢাকা: দলীয় সংসদ সদস্যদের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনি যদি এলাকায় নিজের জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, তখন ওখানে স্বতন্ত্র ঢুকে গেলে আমরা কী করব? কী করার আছে আমাদের?

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় আছে? পালিয়ে গেছে। ওরা না বলেছিল, ডিসেম্বর মাসে খালেদা জিয়া দেশ চালাবে। শেখ হাসিনা পালিয়ে যাবে। শেখ হাসিনা পালিয়েছে? বোনরে নিয়ে চলে এসেছে। পঁচাত্তরের পর যেকোনো সংকটে শেখ হাসিনার এক নম্বর সহযোদ্ধা হচ্ছেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা।’

তিনি বলেন, ‘বিএনপি লাল কার্ড পাইয়া গেছে। খেলা তো হবে। ফাইনালে বিএনপি নাই। খেলায় আছে ১৯০০ জনের উপরে। ৭ জানুযারি নির্বাচনে সারাদেশে তিনশ আসনে খেলবে তারা। জোরদার খেলা হবে।’

বিএনপিকে ভুয়া দল আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের ধর্মঘট, হরতাল, অবরোধ, রাজনীতি, সব ভুয়া। এ সময় তিনি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেরাই পুড়ে মরবেন। এরা নিষ্ঠুর নেতানিয়াহুর ইসরাইলি বাহিনীর চেয়েও নিষ্ঠুর। কি ঘটনা ঘটেছে তেজগাঁও। মা তার বাচ্চাকে বুকে নিয়ে কয়লা হয়ে গেছে। কে করেছে? করেছে বিএনপির সন্ত্রাসীরা।’

তিনি বলেন, ‘এরা মানুষ নয়। এরা মানুষ নামের দানব। এই দানবদের বাংলার মাটিতে আমরা আর দেখতে চাই না। এদের প্রতিহত করতে হবে। এদের পরাজিত করতে হবে। এদের চিহ্ন বাংলাদেশে রাখা যাবে না। এরা থাকলে এই বাংলাদেশ থাকবে না, এরা থাকলে গণতন্ত্র থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না, শান্তি থাকবে না। এরা থাকলে উন্নয়নশীল বাংলাদেশের আর কোনো উন্নয়ন হবে না।’

বিজ্ঞাপন

বিএনপির অসহযোগ আন্দোলন ডাকের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘হায়রে আল্লাহ! বানরে সংগীত গায়। শীলা জলে ভাসে সেরকম হলো না! এরা নাকি অসহযোগ আন্দোলন করবে। বঙ্গবন্ধুর সেই ডাক স্বাধীনতার জন্য। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। তারা কিসের অসহযোগ করবে?’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ভাই-বোনেরা এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, ঝগড়া করবেন না। স্বতন্ত্র, স্বতন্ত্রের ইলেকশন করবে। নৌকা, নৌকার ইলেকশন করবে। কারও সঙ্গে কারও ঝগড়া-ঝাটির কোনো প্রয়োজন নেই। এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য, সুষ্ঠু করার জন্য নেত্রী একটা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে স্বতন্ত্রদেরও প্রার্থী হতে বলেছেন। এতে কারও কিছু হারাবার নাই। নৌকার নিজের শক্তি আছে, ভয় পান কাকে?’

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-১ আসনের নৌকার প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনসহ অন্যান্য নেতা।

সারাবাংলা/এনআর/পিটিএম

জনপ্রিয়তা স্বতন্ত্র

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর