কমবে দিনের তাপমাত্রা, উত্তরাঞ্চলে বৃষ্টির আভাস
২০ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৮:১৪
ঢাকা: আগামী কয়েকদিন সারাদেশে দিনের তাপমাত্রা কমে গিয়ে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। পাশাপাশি নদ-নদীর তীর ও আশপাশের এলাকা থাকবে ঘন কুয়াশায় ঢাকা। পাশাপাশি আগামী শনিবার দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সংস্থাটি বলছে, আগামী দুই-তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলে দেশের কোথাও কোথাও আকাশ থাকবে মেঘলা।
বুধবার (২০ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাস বলছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, বৃহস্পতিবারও (২১ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থা বলছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
সারাবাংলা/জেআর/এমও