নওগাঁয় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি, নিহত ২
২০ ডিসেম্বর ২০২৩ ১৭:০১ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৮
নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা-নাচোল আঞ্চলিক সড়কের টগরইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পারভেজ (১৯) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আনারুল ইসলামের ছেলে হাবীব (২০)।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে উপজেলার ধানসুরা-নাচোল সড়কে টগরইল নামক স্থানে মুরগি বহনকারী পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী হাবীব দুর্ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী পারভেজকে স্থানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় পুলিশ পিকআপসহ চালককে আটক করেছে।
নিয়ামতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) কওছার আলম জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পিকআপসহ চালককেও আটক হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/এনইউ