Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শচীনকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচে সৌম্যর যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩ ১৫:২৮ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৪

প্রথম ওয়ানডেতে শুন্য রানে ফেরার পর শুনেছেন নানা সমালোচনা। নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে পাঁচ বছর পর ওয়ানডেতে তিন অংক ছুঁয়েছেন সৌম্য সরকার। দারুণ এই ইনিংস খেলার পথে সৌম্য করেছেন বেশ কিছু রেকর্ড। ১৬৯ রান করা সৌম্য ছাড়িয়ে গেছেন ভারতের কিংবদন্তী শচীন টেন্ডুলকারকে। শচীনকে ছাপিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করা ব্যাটার এখন সৌম্য, এশিয়ার ব্যাটারদের মাঝে তিনিই এখন সবার উপরে।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডে সফরকারী দলের ব্যাটারদের মাঝে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রান ছিল অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের। ২০০৭ সালে ১৮১ রান করেছিলেন তিনি। এরপরেই ছিলেন শচীন, ২০০৯ সালে ১৬৩ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। এশিয়ার দলগুলোর মাঝে শচীনের রানই ছিল সর্বোচ্চ। হেইডেনকে টপকাতে না পারলেও আজক শচীনকে ঠিকই ছাড়িয়ে গেছেন সৌম্য। আর এতেই এশিয়ার ব্যাটারদের মাঝে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।

বিজ্ঞাপন

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের খুব কাছে গিয়েও সেটা নিজের করে নিতে পারেননি সৌম্য। লিটনের ১৭৬ রানের রেকর্ড ভাঙতে না পারলেও তিনি এখন দ্বিতীয় সর্বোচ্চ রান করা ব্যাটার। সৌম্য অবশ্য দেশের বাইরে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। ২০০৯ সালে তামিমের করা ১৫৪ রান টপকে গেছেন আজ।

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে প্রথমবারের মতো সেঞ্চুরি পেলেন সৌম্য। এখানে বাংলাদেশী কোন ব্যাটারের এটি চতুর্থ সেঞ্চুরি। এর আগে কিউইদের মাঠে শতক পেয়েছিলেন মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও ইমরুল কায়েস। নিউজিল্যান্ডের মাটিতে এতদিন ওয়ানডেতে সর্বোচ্চ রান ছিল ২০১৫ বিশ্বকাপে করা মাহমুদউল্লাহর সেই ১২৮ রানের ইনিংস। সৌম্য আজ সেটি টপকে চলে গেছেন সবার উপরে।

সারাবাংলা/এফএম

নিউজিল্যান্ড বাংলাদেশ রেকর্ড শচীন সৌম্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর