Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব জায়গায় নির্বাচনের পরিবেশ ভালো: ইসি আলমগীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৩ ১৫:১৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ২১:৩৭

ঢাকা: দেশের সব এলাকায় নির্বাচনের ভালো পরিবেশ দেখছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, দেশের ১৪টি জেলা ঘুরে দেখলাম, সব জায়গায় নির্বাচনের পরিবেশ ভালো। কোনো সমস্যা নেই। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কথা হয়েছে। সবার মাধ্যমে জানতে পেরেছি, সব জায়গায় শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই নির্বাচন কমিশনার এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘স্বাধীনভাবে যেমন নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে, তেমনি নির্বাচনে অংশগ্রহণ না করার অধিকারও আছে। একইসঙ্গে তারা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে সেটা করতে হবে শান্তিপূর্ণভাবে।’

আলমগীর আরও বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে যেন একটি শান্তিপূর্ণ নির্বাচন করা যায়, প্রশাসন সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা আমাদের অবহিতও করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের যা কিছু পরামর্শ দেওয়া প্রয়োজন, সে বিষয়ে তাদের পরামর্শ দিয়েছি।’

বিভিন্ন জায়গায় আগুন দেওয়াসহ নানা ধরনের কর্মকাণ্ডের প্রভাব ভোটে পড়বে কি না— জানতে চাইলে ইসি আলমগীর বলেন, ‘এটি একটি গণতান্ত্রিক দেশ। এখানে স্বাধীনভাবে যেমন নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে তেমনি নির্বাচনে অংশগ্রহণ না করার অধিকারও আছে। কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না চায়, সেটা তাদের ইচ্ছা। রাজনৈতিক কৌশল হিসাবে তারা অংশগ্রহণ না করতে পারে।’

বিজ্ঞাপন

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওই দিন পর্যন্ত দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা যাচাই-বাছাই শেষে এক হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। বাকিদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ইসিতে ৫৬১ জন প্রার্থী আপিল করেন। ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি চলে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করলে ওই দিনই ভোটের প্রচার শুরু হয়েছে, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এর ৪৮ ঘণ্টা পর ৭ জানুয়ারি ভোট নেওয়া হবে।

সারাবাংলা/জিএস/এনএস

ইসি আলমগীর টপ নিউজ নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর