অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে মামলা করতে হবে: ফ্রান্স দূতাবাস
২০ ডিসেম্বর ২০২৩ ১৫:০১ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ২২:০৩
ঢাকা: রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ ও পুড়ে চারজনের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস।
ফরাসি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে (সাবেক টুইটার) বলেছে, যারা ঢাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে চার জনকে হত্যা ও অন্যান্যদের আহত করার মতো জঘন্য কাজ করেছে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। সহিংসতা কাউকে কোথাও নিয়ে যাবে না।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এদিন দেশজুড়ে হরতাল কর্মসূচি পালন করছিল বিএনপি। মোহনগঞ্জ এক্সপ্রেসে দেওয়া আগুনে পুড়ে মারা যায় মা ও শিশুসহ চারজন। আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া চার মরদেহ সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় রেলওয়ে থানা পুলিশ।
নিহতরা হলেন— নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন (৩) এবং ব্যবসায়ী খোকন মিয়া (৩৫) ও রশীদ ঢালী।
সারাবাংলা/আইই