অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির
২০ ডিসেম্বর ২০২৩ ১৪:২৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ২২:১১
ঢাকা: সরকারের পতন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনে তফসিল বাতিল ও খালেদা জিয়াসহ বিএনপির কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে হরতাল-অবরোধের পর এবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসবিচব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘যে অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে, সেই সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারে না বলেই আমরা আজ এই মুহূর্ত থেকে এ অবৈধ সরকারকে অসহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন- বুধ-বৃহস্পতি ফের অবরোধ, আগামী সপ্তাহে অসহযোগ!
৭ জানুয়ারির ভোট বর্জন, ভোট গ্রহণে দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারকে সব ধরনের ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্য প্রদেয় স্থগিত রাখার আহ্বান জানান রিজভী।
তিনি বলেন, ‘ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম। বিধায় জনগণকে ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলারও আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তরা মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।’
সারাবাংলা/এজেড/এমও