মানুষ ভোটের পক্ষে: শেখ হাসিনা
২০ ডিসেম্বর ২০২৩ ১৪:০৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ২৩:২৬
সিলেট: এ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায় এবং মানুষ ভোটের পক্ষেই রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
তিনি বলেন, ‘তারা (বিএনপি) নির্বাচন বানচাল করতে চায়। মানুষকে ভোট দিতে দেবে না। মানুষ কিন্তু ভোটের পক্ষে। মানুষ তো হরতালে সাড়া দিচ্ছে না। মানুষ বরং ভোটের মিছিলে যোগ দিচ্ছে। এরপরও আবার কেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটাই আমার প্রশ্ন।’
বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বেশ খেলা চলছে। একজন লন্ডন বসে হুকুম দেয়, আর এখানে তার কিছু চ্যালা আছে আগুন দেয়। আমরা পরিকল্পনা করে ব্যবস্থা নিচ্ছি। যারা এই অগ্নিসন্ত্রাসে জড়িত, যারা এই হত্যা করছে, কারও ক্ষমা নেই।
প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার বিকেলে জেলার আলিয়া মাদরাসা মাঠের জনসভায় ভাষণের মধ্য দিয়ে এর উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এর আগে বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১-এর একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সড়কপথে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরানের (রহ.) মাজারে যান তিনি।
সারাবাংলা/আইই/এমও