সিলেটে শেখ হাসিনা, বিকেলে জনসভা
সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৩ ১২:৩৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৩:২৭
২০ ডিসেম্বর ২০২৩ ১২:৩৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৩:২৭
ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেট পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার বিকেলে জেলার আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণের মধ্য দিয়ে এর উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এর আগে, হয়রত শাহজালাল এবং হয়রত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় তিনি সভাস্থলে যাবেন। সেখান থেকেই আওয়ামী লীগের নির্বাচনি প্রচার-প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হবে।
সারাবাংলা/এনআর/ইআ