Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৪ কোপা আমেরিকাতে থাকছেন না নেইমার

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩ ১০:১২

ইনজুরির কারণে আগামী বছরের কোপা খেলা নিয়ে শঙ্কা ছিল তার। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। ব্রাজিল দলের চিকিৎসক নিশ্চিত করেছেন, হাঁটুর ইনজুরির কারণে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকাতে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না নেইমারকে।

পুরো ক্যারিয়ারজুড়েই বারবার ইনজুরিতে পরেছেন নেইমার। গত অক্টোবরের ১৭ তারিখে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে বাম হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে জানা যায়, হাঁটুর লিগামেন্ট ছিড়ে গিয়েছে তার। সুস্থ হতে বেশ কয়েক মাস সময় লাগার কথা শোনা যাচ্ছিল তখন থেকেই। ব্রাজিল দলের পক্ষ থেকে আশা করা হচ্ছিল, কোপা আমেরিকার আগেই ফিট হয়ে দলে ফিরবেন নেইমার। নেইমার নিজেও এমনটাই প্রত্যাশা করেছিলেন।

বিজ্ঞাপন

কিন্তু তেমনটা আর হচ্ছে না। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার নিশ্চিত করেছেন, ২০২৪ সালের কোপা আমেরিকা মিস করবেন নেইমার, ‘কোপা আমেরিকাতে আর বেশিদিন বাকি নেই। এটা বেশি তাড়াহুড়ো হয়ে যায় তার জন্য। অযথা ঝুঁকি নেওয়ার কোনো মানেই নেই। আমরা আশা করছি সে ২০২৪ সালের আগস্টের মাঝে পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফিরবে। আমাদের ধৈর্য ধরতে হবে। লিগামেন্টের ইনজুরিতে নয় মাসের মতো সময় লাগে সুস্থ হতে। এটা মেনে নিতে হবে। আশা করা যায় সে পুরোপুরি সুস্থ হয়ে আরও ভালো পারফর্ম করতে পারবে।’

২০২৪ কোপায় ডি গ্রুপে পড়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা-হন্ডুরাস প্লে অফের জয়ী দল।

সারাবাংলা/এফএম

ইনজুরি কোপা আমেরিকা নেইমার ফুটবল ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর