বাংলাদেশ দলে দুই পরিবর্তন, অভিষেক হচ্ছে রিশাদের
২০ ডিসেম্বর ২০২৩ ০৩:৫৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ০৪:০৪
নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন। তাদের বদলে একাদশে ঢুকেছেন স্পিনার রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। আজ ওয়ানডে অভিষেক হচ্ছে রিশাদের।
নিউজিল্যান্ড দলেও এসেছে একটি পরিবর্তন। স্পিনার ইস সোধির পরিবর্তে আজ ওয়ানডে অভিষেক হচ্ছে আদিত্য অশোকের।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।
নিউজিল্যান্ড স্কোয়াড
উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, আদিত্য অশোক, জ্যাকব ডাফি এবং উইল ও’রোয়ার্ক।
সারাবাংলা/এফএম