Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনবিচ্ছিন্ন প্রার্থীরা ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৩ ০০:২১ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ০০:৩১

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ফাইল ছবি

নারায়ণগঞ্জ: জনবিচ্ছিন্ন প্রার্থীরা ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। নানা রকম অপপ্রচারের পাশাপাশি গুজব ছড়িয়ে নিজেদের দুর্বলতা ঢাকতে চাইছে। কারণ তারা জানে নৌকা মার্কা মানেই উন্নয়নের নিশ্চয়তা। নৌকা মার্কায় ভোট দিয়েই রূপগঞ্জের উন্নয়ন হয়েছে বিগত সময়ে। ভবিষ্যতেও নৌকা মার্কায় তারা আস্থা রাখবে। মূলত সেই ভয় থেকেই জনবিচ্ছিন্নরা নৌকা মার্কা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপক্ষে অপপ্রচার চালাচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সারাবাংলাকে এ সব কথা বলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন।

আরও পড়ুন- প্রতিশ্রুতি রেখেছি, আরও উন্নয়ন হবে: গোলাম দস্তগীর গাজী

তবে এ অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে আমাদের। কারণ এত এত উন্নয়ন হয়েছে যে তার বার্তা ভোটারদের কাছে আমার পৌঁছাতে হবে। আমাদের সবাই সেই কাজেই ব্যস্ত।

গোলাম দস্তগীর গাজী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। জরিপ চালিয়ে এলাকায় সবচেয়ে জনপ্রিয় লোকটিকে নৌকার মনোনয়ন দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আগেই বলেছেন, কারও চেহারা দেখে মনোনয়ন মিলবে না। জনপ্রিয়তা দেখে মনোনয়ন পাওয়া যাবে। নিশ্চিত করে বলতে পারি, আমার জনপ্রিয়তা পেয়েছেন বলেই নেত্রী নৌকা তুলে দিয়েছেন। আমরা নির্বাচন করছি মানুষের উন্নয়নের জন্য। বিগত দিনে আমার নির্বাচনি এলাকায় উন্নয়ন করেছি বলেই জনগণ কাজ দেখে নৌকায় ভোট দেবেন।

নারায়ণগঞ্জ-১ আসনের টানা তিনবারের এই সংসদ সদস্য বলেন, এবার স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ নির্বাচন হবে। কেউ কেন্দ্রের ভেতরে ও বাইরে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে পারবে না। আর তাই জনবিচ্ছিন্ন প্রার্থীরা ভয় পাচ্ছে। আর সেই ভয় থেকেই মনে হয় বিভ্রান্তিকর কথা বলে ভোটারদের মাঝে শঙ্কা ছড়াতে চাইছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- রূপগঞ্জের উন্নয়নে অপ্রতিরোধ্য ‘নৌকা’ ও ‘গাজী’

এমন অপচেষ্টাকে ভোটাররাই রুখে দেবে আশাবাদ জানিয়ে দস্তগীর গাজী বলেন, ৭ জানুয়ারি ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাবে ভোট দিতে। তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দেবে। আমাদের কাজ নির্বাচনি আইন মেনে ভোটারদের কাছে উন্নয়নের প্রচার চালানো। আমরা সেটাই করে যাব।

তিনি আরও বলেন, আমি বিগত নির্বাচনগুলোতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আধুনিক রূপগঞ্জ গড়ে আমি প্রতিশ্রুতি রেখেছি। এবারের নির্বাচনে বিজয়ী হলে স্মার্ট রূপগঞ্জ গড়ে তুলব। ভোটাররাও জানে নৌকা মার্কায় ভোট দিলে দেশের ও এলাকার উন্নয়ন হয়। আর তাই তাদের মাঝে বিভ্রান্তি ছড়াতে জনবিচ্ছিন্ন প্রার্থীরা নানা অপপ্রচার চালাচ্ছে।

আরও পড়ুন- গাজীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর কথা স্বীকার করলেন তৈমুর

ভোটারদের উদ্দেশে গোলাম দস্তগীর গাজী বলেন, আমরা শান্তি চাই। দেশের উন্নয়ন চাই। দেশকে একটা শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এই উন্নয়ন দেখে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। আমরা চাই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হোক। গত ১৫ বছর ধরে নৌকায় আস্থা রেখেছে দেশের মানুষ। আগামীতেও আস্থা রাখবে বলে আশা রাখছি।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এই আসনে আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজীসহ ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন— তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার (সোনালী আঁশ), শাহাজাহান ভূঁইয়া (স্বতন্ত্র), হাবিবুর রহমান (স্বতন্ত্র), জোবায়ের আলম (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (স্বতন্ত্র), জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র) এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের এ কে এম শহিদুল ইসলাম।

সারাবাংলা/এসবি/টিআর

গোলাম দস্তগীর গাজী তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর