Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত

লোকাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ২২:৫৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৯

বেনাপোল: বেনাপোল-যশোর মহাসড়কের শার্শার নাভারণে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে আশরাফুল আলম (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ পুরাতন বাজার আকিজ বিড়ি ফ‍্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম শার্শা উপজেলার বসতপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। তিনি পেশায় শার্শা সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ছিলেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল আলম মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে নাভারণ পুরাতন বাজার আকিজ বিড়ি ফ‍্যাক্টরির সামনে পৌঁছলে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সেটিকে চাপা দেয়। এ সময় আশরাফুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আশরাফুলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

কাভার্ডভ্যান মোটরসাইকেল চালক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর