Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ২১:২৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ২৩:৪৫

নড়াইল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (সদরের আংশিক ও কালিয়া উপজেলা) আসনে প্রতীক বরাদ্দের পরদিন নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক। চন্দনা এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী। তিনি স্বামীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কালিয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে চন্দনা হক বলেন, “আমার স্বামী বি এম কবিরুল হক মুক্তি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরেও কৌশলগত কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি ঈগল প্রতীক পাই। জন্মগতভাবে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমার বাবা মরহুম আ. সত্তার সরদার মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।”

তিনি আরও বলেন, “আমি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের রাজনৈতিক ভূমিকায় অনুপ্রাণিত হয়ে ছায়ার মতো আমার স্বামী ও দলীয় লোকজনকে আগলে রাখার চেষ্টা করি। বাকি জীবনও স্বামীর রাজনৈতিক ও সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখব। তাই আমার স্বামীর জন্য বিগত দিনের মতো দলীয় প্রতীক নৌকার ভোট প্রার্থনায় ব্যস্ত থাকতে এবং শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।”

এ সময় বিএম কবিরুল হক মুক্তি (এমপি), কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

চন্দনা হক জাতীয়-নির্বাচন দ্বাদশ সংসদ নির্বাচন নড়াইল-১ বি এম কবিরুল হক মুক্তি সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর