Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্দোলনকারীদের ওপর দোষ চাপাতে ট্রেনে আগুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ২০:১২ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১১:৩৮

ঢাকা: আন্দোলনকারীদের ওপর দোষ চাপাতে সরকারের পরিকল্পনায় ট্রেনে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেনে আগুন লাগানোর ঘটনায় সরকারের সংশ্লিষ্টতা রয়েছে। কারণ, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে আসার সময় তেজগাঁও এলাকায় যে ট্রেনে আগুন লাগানো হয়েছে, কয়েকদিন আগে ওই একই ট্রেন ঢাকায় আসার সময় রেললাইনের স্লিপার খুলে ফেলা হয়েছিল। সেখানে একজন লোকও মারা গিয়েছিল। একই ট্রেনেই বারবার নাশকতা হচ্ছে কেন? তাহলে ওই ট্রেনের নিরাপত্তা কোথায়? কেন আজ চারজন মানুষ পুড়ে মারা গেল? এটার সঙ্গে রাষ্ট্রের নিশ্চিত সম্পর্ক আছে।’

তদন্ত ছাড়াই আন্দোলনকারীদের দোষারোপ করায় ডিএমপি কমিশনারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার সব জায়গায় ক্রীতদাস বসিয়ে রেখেছে। তারা শেখ হাসিনার সুরে কথা বলছেন। তদন্ত শুরু না করেই বলে দিলেন-এটার সঙ্গে আন্দোলনকারীরা জড়িত। এ রকম অনেকগুলো সিমটম থেকে বোঝা যায় এটার সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা আছে।’

‘অবরোধ-হরতালকারীদের ওপর দোষ চাপানোর জন্যই এটা একটা পরিকল্পনা। সরকার এখন জঙ্গি নাশকতার আশঙ্কা করবে, এটা আমরা প্রতিদিনই বলে আসছি। সেটা আজ বাস্তবে প্রতিফলিত হল ট্রেনে আগুনের ঘটনার মধ্য দিয়ে’— বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘রাষ্ট্র চালাতে গেলে আইন অনুযায়ী রাষ্ট্র চালাতে হয়। কিন্তু, এটা তিনি (শেখ হাসিনা) কখনও-ই গুরুত্ব দেন না। দীর্ঘ দেড় দশক ধরে এটাকে তিনি পাত্তা দিচ্ছেন না। তার ক্ষমতার দরকার। তিনি নিজেই বলেছে- ‘আমার আরও ক্ষমতা দরকার’। ক্ষমতা দরকার বলেই তিনি সরকারি সব প্রতিষ্ঠান ভেঙ্গে চুরমার করে ফেলেছেন। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, জনপ্রশাসন— সবাই তার ক্রীতদাস। সবাইকে ক্রীতদাস বানিয়ে জনগণের ওপর ছড়ি ঘুরাচ্ছেন। এরকম বিপন্ন সময় এ দেশের জনগণ এর আগে দেখেনি।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘একতরফা নির্বাচনের দিকে শেখ হাসিনা এগোচ্ছেন। এই জন্যই যত প্রকার অন্যায় অবিচার করা দরকার একটার পর একটা করে যাচ্ছেন। মনোবাসনা পূরণ করার জন্য তিনি সবাইকে লেলিয়ে দিয়েছেন। এই লেলিয়ে দিতে গিয়ে কোনো মানবতা তিনি রাখছেন না। এই মানবতা হরণকারী কারা আমরা জানি না? এই মানবতার শত্রু কারা? এই নাশকতাকারী কারা?’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ভাবছেন- রাশিয়া ও ভারত আমার পক্ষে আছে আমার আবার কীসের ভোট লাগবে? বাংলাদেশের গণতন্ত্র থাকুক আর না থাকুক এটা ভারতের কিছু যায় আসে না এবং রাশিয়ার তো মোটেই যায় আসে না। কারণ, তাদের নিজের দেশে গণতন্ত্রের বিশাল ঘাটতি। ভারত একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু তারা অন্য দেশে গণতন্ত্র চাচ্ছে না। ভারত থেকে যে কয়জন কর্মকর্তা এসেছেন, তারা সবাই গণতন্ত্রহীন, জনসমর্থহীন সরকারকে সমর্থন দিচ্ছেন। এতে বাংলাদেশের মানুষ বিস্মিত, হতবাক।’

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর