Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৮

সুনামগঞ্জ: জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক তারেক মিয়াকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জ শহরে নাশকতার পরিকল্পনার সময় তাদের গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পৌর শহরের শান্তিবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত একটি দু’তলা বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পৌর শহরের বিভিন্ন সময়ে হরতালের সমর্থন মিছিল করে যানবাহন ভাঙচুরসহ কয়েকটি মামলা রয়েছে। তবে আজকেও হরতালের সমর্থনের সুনামগঞ্জে সকাল থেকে নাশকতার পরিকল্পনা করে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। একইসঙ্গে সকালে শহরের দুটি পয়েন্টে যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই বাসা থেকে তাদের আটক করে। এ সময় একটি মিনি কার জব্দ করা হয়।

সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।

সারাবাংলা/এএইচ/এনএস

সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর