Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি শিক্ষক সমিতির নেতৃত্বে জাকির-মাশরিক

জবি করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:১০

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ অধ্যাপক ড. মো. জাকির হোসেন সভাপতি ও ড. শেখ মাশরিক হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ছগীর হোসেন খন্দকার ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নির্বাচনে ২৫৬ ভোট পেয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন সভাপতি এবং ২৫৭ ভোট পেয়ে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২৬২ ভোট পেয়ে সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন, কোষাধ্যক্ষ পদে উভয় প্রার্থী ২৫৬ ভোট পাওয়ায় লটারিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেনকে জয়ী ঘোষণা করা হয় এবং ৩০১ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজা নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে ৩১৬ ভোট পেয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, ৩০১ ভোট পেয়ে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ২৯৮ ভোট পেয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম, ২৭৫ ভোট পেয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহানা জামান, ২৭৩ ভোট পেয়ে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার, ২৬৯ ভোট পেয়ে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, ২৬৪ ভোট পেয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, ২৬১ ভোট পেয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. শামসুন নাহার, ২৫৯ ভোট পেয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ এবং ২৫২ ভোট পেয়ে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচনে ৬৬৭ জন ভোটারের মধ্যে ৫১৫ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী নির্বাচন চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন।

ফলাফল শেষে নির্বাচিত প্রতিনিধিরা উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে সমন্বিত রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান।

সারাবাংলা/এনইউ

জবি টপ নিউজ শিক্ষক সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর