Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে নির্বাচনি প্রচারে হামলা, স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৬

লোকাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৫২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৩

বেনাপোল (যশোর): যশোর-১ (শার্শা) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের নির্বাচনী প্রচারে হামলা চালিয়েছে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আফিল উদ্দীনের সমর্থকরা। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনসহ ছয়জন আহত হয়েছেন।

এ ঘটনায় তিনজনকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বেনাপোল স্থল বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পৌরসভার প্যানেল মেয়র মন্টুও রয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বন্দর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার করে ফেরার সময় বন্দরের শ্রমিক সরদার রাজু সরদারের নেতৃত্বে হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, বেনাপোল বন্দরে হ‍্যাংলিক শ্রমিকদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের সমর্থকদের সংঘর্ষ বাধে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী রিটার্নিং কর্মকর্তা আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তিনজনকে জরিমানা করেছে।

উল্লেখ্য, বন্দরে হ্যান্ডলিং টেন্ডারের দখল নিয়ে দীর্ঘদিন ধরে লিটন ও আফিল সমর্থকদের মধ্যে বিরোধ, সংঘর্ষ চলে আসছে। রাজু সরদার নৌকার প্রার্থী আফিল উদ্দিনের সমর্থক। পরে দুপুর ২টার সময় উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান এক সংবাদ সম্মেলনে করেন।

সারাবাংলা/এসকেএনইউ/এনএস

বেনাপোল যশোর যশোর-১ যশোর-১ (শার্শা)

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর