Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমইএ’র ক্যারিয়ার সামিট শুরু ২৩ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৪

ঢাকা: দেশে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট-২০২৩ আয়োজন করছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সামিট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, ‘উন্নয়নের প্রধান শতর্ই হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। তাই আমরা শিল্পে কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। এরই ধারাবাহিকতায় আমরা বিজিএমইএ’র পক্ষ থেকে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট-২০২৩ আয়োজনের উদ্যোগ নিয়েছি।’

বিজ্ঞাপন

বিজিএমইএ সভাপতি বলেন, ‘ক্যারিয়ার সামিটে বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ইভেন্ট চলাকালে তারা বাংলাদেশের পোশাক শিল্প বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ কেউ শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেবেন। এই ইভেন্টটি সামগ্রিক শিল্প নিয়ে মতবিনিময় এবং অংশীজনদের মধ্যে সহযোগিতমূলক মনোভাব গড়ে তুলবে। বিজিএমইএ ক্যারিয়ার সামিট শিক্ষার্থী এবং নিয়োগদানকারী কোম্পানিগুলোকে একই ছাদের নিচে আনবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সম্ভাব্য সুযোগ সম্পর্কে ধারণা নিতে পারবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ইভেন্টের লক্ষ্য হচ্ছে পোশাক শিল্পে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এবং নেতৃস্থানীয় কোম্পানির মধ্যে সংযোগ স্থাপন করা। শিক্ষার্থীদের পোশাক শিল্প বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করা, যাতে করে তারা দক্ষতাসমৃদ্ধ হয়ে ক্যারিয়ারে সফল হতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্টের উদ্বোধন হবে। ইভেন্টে ৪০টিরও বেশি নিয়োগদানকারী প্রতিষ্ঠানসহ বেশকিছু বিশ্ববিদ্যালয় অংশ নেবে। দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল কলেজ, বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শেষবর্ষের এবং প্রাক্তন শিক্ষার্থরা যারা পোশাক শিল্পে চাকুরি করতে ইচ্ছুক, তাদের সবার জন্য এখানে অবারিতভাবে সিভি ড্রপ এবং অন স্পট ইন্টারভিউ দেওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে।

সারাবাংলা/ ইএইচটি/পিটিএম

ক্যারিয়ার সামিট টপ নিউজ বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর