Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে দুর্বৃত্তের আগুনে নিহত আরেক ব্যক্তির পরিচয় শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৫০

ঢাকা: রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিহত আরও এক মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম রশীদ ঢালী (৬০)।

মঙ্গলবার (১৯ডিসেম্বর) বিকেলে রশীদ ঢালির স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগের মর্গে এসে মৃতদেহ শনাক্ত করেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত ও ডিএনএ প্রোফাইলিং ছাড়া মৃতদেহ হস্তান্তর করা হবে না।

হাসপাতালে মৃত রীদের ভাতিজা বেলাল আহমেদ জানান, সোয়েটার, হাতের নখ, জুতা দেখে তার চাচার মৃতদেহ শনাক্ত করেছেন। তাদের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার উত্তর নাগরা গ্রামে। এলাকাতেই তৈরি পোশাকের ব্যবসা করতেন তিনি। নেত্রকোনা থেকে ট্রেনযোগে কমলাপুর আসছিলেন তিনি। দুপুরে জানা যায়, ট্রেনে আগুন লেগেছিল। পরে ঢাকা মেডিকেলে এসে মৃতদেহ শনাক্ত করা হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান বলেন, ‘অজ্ঞাত একজনের পরিচয় শনাক্ত হয়েছে। বিকেলে স্বজনরা পরনের কাপড় ও জুতা দেখে তার মৃতদেহ শনাক্ত করেন।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ মৃতদেহ শনাক্ত রশীদ ঢালী

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর