আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার কামিন্স
১৯ ডিসেম্বর ২০২৩ ১৫:০৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:২০
অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে আইপিএলের নিলামে বেশ আগ্রহ থাকবে, এটা অনুমেয়ই ছিল। তবে এমন কিছু হবে সেটা হয়তো খোদ কামিন্সও ভাবেননি। এবারের আইপিএলের নিলামে কামিন্স গড়েছেন ইতিহাস। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর এতেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এখন কামিন্স।
নিলামে কামিন্সের বেস প্রাইস ছিল ২ কোটি রুপি। নিলামে তার নাম আসার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও হায়দরাবাদের মাঝে লেগে যায় কাড়াকাড়ি। প্রায় ১২ মিনিট ধরে চলে ডাক পাল্টা ডাক, তরতর করে বাড়তে থাকে তার দাম। অবশেষে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে কেনে হায়দরাবাদ। এর আগে কোন ক্রিকেটার এত দামে বিক্রি হননি।
গতবার ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান ১৮ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছিল পাঞ্জাব কিংস। এবার তাকে টপকে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন কামিন্স।
সারাবাংলা/এফএম