Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ট্রলার ডুবিতে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ১৪:২৩

মুন্সীগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঘটনাস্থলের অদূরে স্থানীয়রা মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তারা হলেন- মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ ও ঢাকার ধানমন্ডি এলাকার মাহফুজুর রহমান।

চর আব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসনাত জামান বলেন, ‘ঘটনাস্থলের কাছেই মরদেহ দুটি ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী তাদের খবর দেয়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তরের পক্রিয়া চলছে।’

প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে খেয়া পারাপারের ট্রলারটি একটি বাল্কহেডের ধাক্কায় অন্তত ৩৫ জন যাত্রী নিয়ে ডুবে যায়। ঘটনার পর পরই নারী-শিশু দুইজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজ থাকে দুইজন। আজ সকালে নিখোঁজ ওই দুইজনের লাশ উদ্ধার হয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর