Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অবরোধকারীরাই রেলে আগুন দিয়েছেন’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ১৪:০০

ঢাকা: যারা অবরোধ-হরতাল দিয়েছে তারাই রেলে আগুন দিয়েছেন বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কোনো অবস্থাতেই পার পাবে না বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে নাশকতায় আহত ও নিহতদের দেখার পর উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

হাবিবুর রহমান বলেন, ‘যারা অবরোধ-হরতাল দিচ্ছে তারাই এই নাশকতার সঙ্গে জড়িত। এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছিল। গাজীপুরে রেলের লাইন কেটে ফেলা হয়েছিল এবং সেখানে একজনকে হত্যা করা হয়েছে। এছাড়া তেজগাঁওয়ে রেলের আগুনকেও হত্যা বলতে চাই।’

ট্রেনে রেল পুলিশ থাকা সত্ত্বেও ৩টি বগিতে কীভাবে আগুন লাগল?— এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। একজনকে আমরা আহত পেয়েছি যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার কাছে যতটুকু জানা গেছে, ট্রেনের ভেতর যারা ছিল তারাই আগুন দিয়েছে। তিনি দেখেছেন, সিটের ভেতরে প্রথমে আগুন দেওয়া হয়েছে। সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। এ সময় যাত্রীরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। কেউ জানালা দিয়ে, কেউ দরজা দিয়ে লাফ দিয়ে বাইরে আসার চেষ্টা করেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় ভোর থাকায় অনেকে যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিল। একজন মা নাদিরা আক্তার পপি, যার তিন বছরের শিশু সন্তানকে জড়িয়ে ধরে ছিলেন। মা ও সন্তান উভয়ই বাঁচার চেষ্টা করছিলেন।’

ডিএমপি কমিশনার বলেন, ‘মরদেহের ময়নাতদন্তের দরকার হবে না। কারণ প্রত্যক্ষভাবে জানা গেছে তারা আগুনে পুড়ে মারা গেছেন। এটি যেহেতু রেলওয়ের বিষয় কমলাপুর রেলওয়ে থানায় এটির বিষয়ে মামলা হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কোনো অবস্থাতেই পার পাবে না। অতীতেও পার পায়নি। বাস-ট্রেনে জ্বালাও পোড়াওয়ের প্রত্যেকটি ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তারা স্বীকারোক্তি দিয়েছেন কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ও রাজনীতি টিকিয়ে রাখার স্বার্থে তারা এই কাজ করতে বাধ্য হয়েছে।’

দেশ থেকে এ ধরনের নির্দেশনা নাকি দেশের বাইরে থেকে আসছে?— এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘যারা হরতাল-অবরোধ দিচ্ছে, জ্বালাও-পোড়াও করছে, যারা নাশকতা করছে তাদের বিদেশি নেতাদের দেশীয় এজেন্ট-অনুসারীদের দিয়ে এসব কাজা করানো হচ্ছে।’

বাকি দুটি মৃতদেহের পরিচয় শনাক্তে ডিএনএ সংগ্রহ করে তাদের পরিচয় অচিরেই পাওয়া সম্ভব হবে। এরপর নিহতের আত্মীয়ের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সারাবাংলা/এসএসআর/এনএস

টপ নিউজ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর