Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্পে গোলাগুলি: অস্ত্রসহ আরসার ৪ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ১৩:২৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৫:২৩

কক্সবাজার: জেলার উখিয়ার জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের সঙ্গে আরসার সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অস্ত্রসহ ৪ আরসা সদস্য আটক।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে কক্সবাজার র‌্যাব-১৫’র অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গত রোববার (১৭ ডিসেম্বর) রাতে ক্যাম্পে নাশকতা সৃষ্টির লক্ষ্যে একটি ঘরে গোপন বৈঠক করছিল আরসার সদস্যরা। এই খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় আরসা সদস্যরা। র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী গুলাগুলির পর আরসার চার সদস্য আটক করা হয়। তাদের মধ্যে আরও ৪ জন পালিয়ে গেছেন।

আটক আরসা সদস্যদের কাছ থেকে ৫টি অস্ত্র, কার্তুজসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সারাবাংলা/এনএস

আরসা কক্সবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর