Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌম্যর কি ‘সমস্যা’ জানেন না হাথুরু

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩ ১২:১০

সৌম্য সরকারের দলে ফেরা নিয়ে ছিল নানা প্রশ্ন। বাজে ফর্ম কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো কিছু করে ঘুরে দাঁড়াবেন সৌম্য, প্রত্যাশা ছিল এমনটাই। তবে সিরিজের প্রথম ম্যাচে আবারও ব্যর্থ এই অলরাউন্ডার। নেলসনে দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বলছেন, সৌম্যর সমস্যাটা আসলে কোথায় সেটাই বুঝতে পারছেন না তিনি।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য ফিরেছিলেন রানের খাতা না খুলেই। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডেতেও শুন্য রানে ফিরেছেন তিনি। নিজের শেষ পাঁচ ওয়ানডেতে তিনটিতেই শুন্য রানে ফিরেছেন সৌম্য। ডানেডিনে বল হাতেও ছিলেন ছিলেন বর্ণহীন, ওভারপ্রতি দিয়েছেন ১০ রানেরও বেশি।

বিজ্ঞাপন

সৌম্যর ঠিক কি সমস্যা হচ্ছে, সেটাই ধরতে পারছেন না হাথুরু, ‘আমি শেষ পাঁচ ম্যাচে সৌম্যর খেলা দেখিনি, কী হয়েছে সেটাও আসলে জানি না। শেষ ম্যাচটাই শুধু দেখেছি। আমি জানি না সৌম্যর সমস্যা কি। ও ঘরোয়া লিগে প্রচুর রান করেছে। আমাদের এমন একজন দরকার ছিল যে ব্যাটিং বোলিং দুটিই করতে পারে। যেহেতু এই সিরিজে সাকিব নেই।’

সিরিজের আগে বাংলাদেশ অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, সাকিবের পরিবর্তেই সৌম্যকে নেওয়া হয়েছে। কিন্তু সেই আস্থার প্রতিদান দিতে পারেননি সৌম্য। হাথুরু বলছেন, সৌম্য সাকিবের মতো হতে পারবেন না, ‘সাকিব ১৭ বছর ধরে খেলছে, আমরা তার মতো কাউকে খুঁজছি। এজন্যই সৌম্যর স্কোয়াডে থাকা গুরুত্বপূর্ণ। সাকিব যা পারে সৌম্য সেটা পারবেন না, তবে আমরা চাই সে ব্যাটিং বোলিং ঠিকভাবে করুক। আমরা অকে অলরাউন্ডার হিসেবেই ভাবছি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে রিশাদ হাসানের মতো লেগ স্পিনারও নিয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে ভালো করেছে তিনি। হাথুরু বলছেন, সামনের দিনগুলোতে রিশাদের মতো ক্রিকেটারকে একাদশে চান তিনি, ‘আমরা প্রথম ম্যাচে রিশাদকে দলে চেয়েছিলাম। কিন্তু অতিরিক্ত একজন ব্যাটারকে নিতে হয়েছে কারন এখানে আমাদের ফলাফল ভালো না। তবে ভবিষ্যতে আমরা তার মতো লেগ স্পিনারকে দলে চাই।’

বিজ্ঞাপন

আগামীকাল নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

সারাবাংলা/এফএম

চন্ডিকা হাথুরুসিংহে টপ নিউজ নিউজিল্যান্ড বাংলাদেশ সৌম্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর