Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৯

ঢাকা: হরতাল সফল করতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে এ মিছিল হয়। এ সময় রাস্তায় আগুন জালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বিএনপির নেতা-কর্মীরা।

মিছিলে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনসহ অনেকে।

১০/১৫ মিনিট স্থায়ী এ ঝটিকা মিছিল পুলিশ আসার আগেই শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা দ্রুত নিজ নিজ গন্তব্যে চলে যান।

সারাবাংলা/এজেড/এমও

ঝটিকা মিছিল রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর