Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সাবেক মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ২২:৪১

ফাইল ছবি

ঢাকা: ভারতের সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম জে আকবরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘এম জে আকবরের মন্তব্য বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করার শামিল। তারা মন্তব্য কর্তৃত্বসূলভ ও বাংলাদেশের জনগণের সার্বভৌম ইচ্ছার ক্ষেত্রে অসম্মানজনক। বাংলাদেশ কোনো স্যাটেলাইট স্টেট নয়। বাংলাদেশের জনগণ কোনো দেশের প্রোটেক্টরেট নয়। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ।’

বিজ্ঞাপন

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে, রোববার (১৭ ডিসেম্বর) ঢাকার এক সেমিনার শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রতিথযশা সাংবাদিক ও লেখক এম জে আকবর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মুক্তি সংগ্রামের নেতা। অত্যন্ত আনন্দের সঙ্গে দেখছি, তার নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়া ভালোভাবেই এগিয়ে চলেছে এবং গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। শেখ হাসিনা জাতিকে শুধু উন্নয়নের দিকে নয়, চারটি মাত্রাবিশিষ্ট আধুনিকতার দিকে নিয়ে গেছেন। বাংলাদেশকে যারা নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছেশে, তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ এখন ভীতু দেশ নয়। ভয় দেখালেই ভয় পাবে, এdt কাজে দেবে না।’

রিজভী বলেন, ‘এম জে আকবরের মতো একজন প্রাজ্ঞ সাংবাদিক ও রাজনীতিক কী করে সবকিছু জেনেশুনেও একনায়কতন্ত্রের পক্ষে, ১৮ কোটি বাংলাদেশির বিপক্ষে অবস্থান নিয়ে কথা বলেন?’

এম জে আকবরের উদ্দেশে তিনি বলেন, ‘জনসমর্থনহীন শেখ হাসিনার ক্ষমতায় থাকা আপনাাদের কী স্বার্থ নিশ্চিত করে? আপনাদের সমর্থনে ফ্যাসিস্ট শেখ হাসিনা এ দেশে নিষ্ঠুর বর্বরতা চালাচ্ছেন। দখলদার শেখ হাসিনা দীর্ঘ দেড় দশকে বহুমাত্রিক লুটপাটের আধুনিকীকরণ করেছেন। বাংলাদেশ ব্যাংকের টাকা ফিলিপিনের ক্যাসিনোতে ঘুরে বেড়ায় শেখ হাসিনার তথাকথিত উন্নয়নের সরকারের বদান্যতায়।’

বিজ্ঞাপন

‘আমরা তো ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাই না। বাংলাদেশি নাগরিকরা অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সমমর্যাদার ভিত্তিতে এগিয়ে যাওয়াতে বিশ্বাস করে। আপনি (এম জে আকবর) একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিক ও বিদ্বৎজন। জনগণ বিশ্বাস করে, আওয়ামী লীগের ভোট চুরির দোসর হবে না ভারত। প্রতিবেশি হিসেবে আপনারা ১৮ কোটি জনগণের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের পক্ষে দাঁড়াবেন, এটাই এ দেশের মানুষ কামনা করে’— বলেন রিজভী।

সারাবাংলা/এজেড/একে

পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা ভারত রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর