Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ নির্বাচন, গণতন্ত্র ও ভোটের পক্ষে: মোহাম্মদ এ আরাফাত

স্টাফ করেসপেন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ২২:৩৭

ঢাকা: রাজধানীর কড়াইল আদর্শনগর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন, গণতন্ত্র ও ভোটের পক্ষে। কোনো চক্রান্তকারী যেন নির্বাচনি পরিবেশ বিনষ্ট করতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা যত ভোটের বিপক্ষে থাকবে, আমরা ততটাই ভোট বিপ্লব ঘটাব। একটি আধুনিক, প্রগতিশীল, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা আনতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে। অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ ও সকল অপশক্তিকে মোকাবিলা করার জন্য আবারও স্বাধীনতার মার্কা নৌকা মার্কায় ভোট দিতে হবে।

সারাবাংলা/আইই

মোহাম্মদ এ আরাফাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর