Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জের ৩টি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ২১:৪৪

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের তিনটি আসনের ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু জাফর রিপন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদকে নৌকা প্রতীক, তৃণমূল বিএনপির অন্তরা সেলিমা হুদাকে সোনালী আঁশ প্রতীক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতা উল্লাহ ফরাজীকে বটগাছ প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির দোয়েল আক্তারকে আম প্রতীক, বাংলাদেশ কংগ্রেস নূর জাহান বেগম রিতাকে ডাব প্রতীক, বিকল্পধারা বাংলাদেশ মাহি বদরুদ্দোজা চৌধুরীকে কুলা প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টির লতিফ সরকারকে একতারা প্রতীক, জাতীয় পার্টির শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামকে লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার কবিরকে ট্রাক প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-২ আসনে বৈধ নয় প্রার্থীর মধ্যে বাংলাদশে আওয়ামী লীগের মনোনীত সাগুফতা ইয়াসমিন এমিলিকে নৌকা, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনাকে ট্রাক, বিএনএফ মো. বাচ্চু শেখকে টেলিভিশন, সাংস্কৃতিক মুক্তিজোটির নূরে আলম সিদ্দিকিকে ছড়ি, এনপিপির মো. জালাল ঢালীকে আম, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ মোহাম্মদ সহিদুর রহমানকে চেয়ার, বাংলাদেশ কংগ্রেসের কামাল খানকে ডাব, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইরাজ খানকে ঈগল, তৃণমূল বিএনপির মো. জাহানূর রহমানকে সোনালী আশঁ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসন। এই আসনে মোট ১০ বৈধ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে নৌকা, আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে কাঁচি, বিএনএফ এর প্রার্থী মমতাজ সুলতানা আহম্মেদকে টেলিভিশন, মুক্তিজোটের মোহাম্মদ শাহীন হোসেনকে ছড়ি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাবুল মিয়াকে চেয়ার,বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ দুলাল হোসেন মন্ডলকে একতারা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মোহাম্মদ ওমর ফারুককে মোমবাতি, জাতীয় পার্টির এএফএম রফিকুল্লাহ সেলিমকে লাঙল, স্বতন্ত্র মোহাম্মদ আজিম খানকে ঈগল, স্বতন্ত্র চৌধুরী ফাহরিয়া আফরিনকে কেটলি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে জাকের পার্টির প্রার্থী সামিম হায়দার মোল্লা তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। প্রতীক বরাদ্দ দেওয়ার সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, স্থানীয় সরকার বিভাগ মুন্সীগঞ্জের উপ-পরিচালক মো. যুবায়ের, মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহম্মেদ প্রমুখ।

সারাবাংলা/এনইউ

২৮ প্রার্থী প্রতীক বরাদ্দ মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর