Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৪

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে জাহিরুল (৫৫) নামে এক গরু ব্যবসায়ী এবং শিবগঞ্জ থেকে লিপি খাতুন (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, নাচোল উজেলার উত্তর মল্লিকপুর গ্রামের মৃত ফিকু মন্ডলের ছেলে গরু ব্যবসায়ী জাহিরুল (৫৫)। রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। কিন্তু রাত ২টার দিকে তার পরিবার ফোন দিয়ে মোবাইল ফোনটি চালু পেলেও কল কেউ রিসিভ করেননি।

এদিকে সোমবার সকালে জাহিরুলের লাশ ফতেপুর ইউপি’র সালালপুর বিলের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে ওসি জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে রোববার সকালে শিবগঞ্জ উপজেলায় গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লিপি খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  লিপি খাতুন উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুতনিপাড়া গুচ্ছগ্রামের রেবিনা বেগমের মেয়ে।

শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এনইউ

চাঁপাইনবাবগঞ্জ মরদেহ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর