Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ১৯৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

লোকাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ১৮:১২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৮:১৩

বেনাপোল: বেনাপোল পোর্টথানাধীন আমড়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৯০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ জিয়াউর রহমান (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকস টহলদল শার্শা থেকে বেনাপোলগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে। এ সময় মোটরসাইকেল চালকের পকেট থেকে ১৯৯০ পিস ইয়াবা পাওয়া যায়। বিক্রির জন্য ওই মাদকদ্রব্য বহন করা হচ্ছিল বলে জিয়াউর রহমান জানান।

আটক ব্যক্তিকে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/একে

ইয়াবা বেনাপোল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর